গণতন্ত্র ফেরাতে রূপরেখা দেয়ার তাগিদ ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
বাংলাদেশে সব রাজনৈতিক দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। একই সাথে, গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টাকে রূপরেখা দেয়ার তাগিদ দেন ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পরে উপদেষ্টা জানান, সংস্কার শেষ হলেই নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, বিষয়টি আশ্বস্ত করা হয়েছে।
Comments
Post a Comment