ট্রাম্পের মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন ইলন মাস্ক
ট্রাম্পের মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন ইলন মাস্ক।
সরকারের বিভিন্ন কর্মকান্ডে ব্যাপক সংস্কার করার জন্য একটি নতুন বিভাগের নেতৃত্ব দেবেন তিনি।
নতুন এই বিভাগ বা মন্ত্রণালয়ের নাম ‘সরকারি দক্ষতা বিভাগ’। বিভাগটিতে মাস্কের পাশাপাশি আরেক সহপ্রধান হিসেবে থাকবেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামস্বামী। হোয়াইট হাউসের ভিতরে থেকে ট্রাম্প প্রশাসনকে আরও জবাবদিহির আওতায় আনার লক্ষ্যে চালু এই মন্ত্রণালয় সম্পর্কে গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মাস্ক ও রামস্বামী আমার প্রশাসনে সরকারি আমলাতন্ত্র, অতিরিক্ত প্রবিধান বাদ দেওয়া, অপব্যয় হ্রাস এবং ফেডারেল সংস্থাগুলো পুনর্গঠনের পথ প্রশস্ত করবেন।
ট্রাম্প জানান, নতুন এই বিভাগটি হোয়াইট হাউস এবং ব্যবস্থাপনা ও বাজেট দপ্তরের সঙ্গে কাজ করবে। তিনি বলেন, ‘এর মাধ্যমে সরকারে বড় আকারের কাঠামোগত সংস্কার এবং একটি উদ্যোক্তা পন্থা তৈরি হবে, যা আগে কখনও দেখা যায়নি। ’ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকীতে অর্থাৎ ২০২৬ সালের ৪ জুলাই এই কাজ শেষ হবে।
Comments
Post a Comment